শ্মশানে মায়ের লাশের সামনে প্রেমিককে বিয়ে করলেন তরুণী - The Bengali Times এ এক আজব বিয়ে! ছাদনাতলার বদলে বর ও কনের চারহাত এক হলো শ্মশানে। সেখানেই হলো মালা বদল। সদ্য মাতৃহারা মেয়ে পল্লবী মুখোপাধ্যায় তার মায়ের ইচ্ছাপূরণের জন্যই এমন কাজ করেছেন। ভারতের পূর্ব বর্ধমানের গুসকরার রটন্তীকালী মন্দির সংলগ্ন শ্মশানে মায়ের মৃতদেহের সামনেই প্রেমিকের গলায় মালা পরিয়েছেন তিনি। মালাবদল পর্ব শেষ হতেই প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন প্রেমিক